মানুষ অনুকরণ করতে পছন্দ করে। আর তা যদি হয় কোন প্রিয় নায়ক নায়িকা তাহলে তো কথাই নেই। আমার পছন্দের মানুষটা কি করতে পছন্দ করে? কি খেতে পছন্দ করে তা জানবো না তা কি হয়! আসুন বলিউডের খ্যাতমান তারকারা কি খেতে পছন্দ করে তা জেনে নেই।
শাহরুখ খান
বলিউডের বাদশা শাহরুখ খানের পছন্দের খাবার তন্দুরী চিকেন৷ একটি সাক্ষাৎকারে তিনি জানান, এই পদটি তাঁর এতটাই পছন্দের যে ৩৬৫ দিনই তিনি তন্দুরী চিকেন খেতে পারবেন৷
হৃতিক রোশন
সিঙারা ছাড়া অন্যকিছুর কথা ভাবতে পারেন না গ্রীকগড হৃতিক রোশন৷
ক্যাটরিনা কাইফ
প্রতিদিন সকালে ঘুমের পর কফি না হলে চলেই না ক্যারিনার৷ তবে ফিটনেস ফ্রিক ক্যাটের পছন্দের খাবার কিন্তু ক্ষীর৷
সালমন খান
খাদ্যরসিক কিন্তু বলিউডের ভাইজানও৷ তবে মায়ের হাতে তৈরি চিকেন , মটন এবং রাইস সালমনের অত্যন্ত প্রিয় পদ৷
রণবীর কাপুর
এনার পছন্দের খাবার কিন্তু সবার থেকেই একটু হাটকে৷ কুমীরের মাংস তার পছন্দের খাবার, একটি সাক্ষাৎকারে রণবীর জানান, কুমীরের মাংসের রেসিপি তার সবথেকে প্রিয় খাবার৷
সোনম কাপুর
বলিউডে ফ্যাশন ডিভা সোনম কাপুর যতই তার ফিগার নিয়ে সচেতন হোক না কেন৷ বাঙালী খাবার সামনে পেলে তিনি সবকিছু ভুলে যান৷ শর্ষে ইলিশ থেকে শুরু করে ছোলার ডাল তার অত্যন্ত প্রিয় ডিশ৷ পাশাপাশি তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে ফুচকা, পাওভাজি, ভেলপুড়ি মতো সুস্বাদু খাবারও৷
অক্ষয় কুমার
কুমারের প্রিয় পদের তালিকায় রয়েছে সবরকম পাঞ্জাবী খাবার৷ এগুলির মধ্যেও তার প্রিয় খাবার হল সবজি কারি৷
প্রিয়াঙ্কা চোপড়া
মিষ্টির ওপর প্রেম তার বরাবরেই৷দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়ার মিষ্টিপদের তালিকায় রয়েছে রেড ভেলভেট কেক, হট চকোলেট ফুজ, জিলিপি৷ পাশাপাশি তার চিকেন এবং মটন বিরিয়ানিও অত্যন্ত প্রিয়৷
শাহিদ কাপুর
ইন্ডিয়ান, চাইনিজ, ইতালিয়ান, জাপানিজ সবরকম ডিশই তার প্রিয়৷ তবে বাডড়ির তৈরি রাজমা চাউলের ব্যতিক্রম আর কিছুই নয়৷
দিপীকা পাডুকোন
সানিং দিপীকার কিন্তু চকোলেটের ওপরেই প্রেমটা একটু বেশী৷ তবে ধোসা,পোহা, উপমাও খুব পছন্দের খাবার৷
আমির খান
বলিউডের মিঃ পারফেকশনের মুঘলাই ডিশ সবথেকে প্রিয়৷ তবে পূর্বভারতীয় খাবারগুলির ওপরেও প্রেম রয়েছে তার৷
আজকের বাজার: আরজেড/আরএম/ ২৭ ফেব্রুয়ারি ২০১৮