তারকামেলায় ধ্রুব গুহুর ‘তোমার ইচ্ছে হলে’  

জমকালো আয়োজনে প্রকাশ হলো জনপ্রিয় সংগীতশিল্পী ধ্রুব গুহর নতুন গান ‘তোমার ইচ্ছে হলে’। ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়েছে গানটি।

বৃহস্পতিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ডিএমএস কার্যালয়ে ভিডিওসহ এ গানটি প্রকাশ হয়।

প্রকাশনা অনুষ্ঠান সংগীত সংশ্লিষ্টদের মিলনমেলায় পরিণত হয়েছিল। এর মধ্যে উপস্থিত ছিলেন আঁখি আলমগীর, হাবিব ওয়াহিদ, মারজুক রাসেল, আহমেদ রিজভী, তরুণ মুন্সি, তানভীর খান, ইমরান মাহমুদুল, তানজীব সারোয়ার, ইলিয়াস হোসাইন, জুয়েল মোর্শেদ, কর্নিয়া, কোনাল, স্বপ্নীল সজিব, মিলন, অয়ন, শান, অভিনেতা নাইমসহ অনেকে। তাদের সবার উপস্থিতিতে গানটি প্রকাশনা অনুষ্ঠিত হয়।

ধ্রুব গুহর ‘তোমার ইচ্ছে হলো’ গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ রিজভী। সংগীতায়োজন করেছেন তরিক। আর এর মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ধ্রুব গুহ, ভারতের মোনালিসা, প্রিয়াংকা ও রেমো। এটি পরিচালনা করেছেন অরিত্র কর্মকার। ধ্রুব গুহ বলেন, বেশ সময় নিয়ে একটি ভালো মানের গান শ্রোতা-দর্শকদের উপহার দেওয়ার চেষ্টা করেছি আমি। দেশের গুণী সব শিল্পী এ গানটির জন্য সাধুবাদ জানাতে এসেছিলেন এর প্রকাশনা অনুষ্ঠানে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আর সবচেয়ে বড় কথা হলো ‘তোমার ইচ্ছে হলে’ সবার ভালো লাগলে সেটাই হবে সার্থকতা।

আজকের বাজার/আরআইএস