ব্যাংকিং খাতে কোনো তারল্য সংকট নেই জানিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বর্তমানে পুঁজিবাজারের সামান্য কিছু তারল্য সংকট রয়েছে। এ সংকট কাটিয়ে পুঁজিবাজারের উন্নয়নে সরকার আন্তরিক। এবিষয়ে প্রধানমন্ত্রী পুঁজিবাজার সংশ্লিষ্টদের সাথে গত ১৬ জানুয়ারি একটি বৈঠকও করেছেন।
বৃহষ্পতিবার জাতীয় সংসদে সাংসদ মোকাব্বির খানের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।
পরে সংরক্ষিত নারী আসনের সাংসদ আদিবা আনজুম মিতার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেশে বর্তমানে ব্যক্তিপর্যায়ে করদাতার সংখ্যা ৪৫ লাখ ৬০ হাজার ৬৬৬ জন। যদিও দেশে ই-টিআইএন ডাটাবেইজে ৪৬ লাখ করদাতার তথ্য রয়েছে।’
তিনি জানান, গত বছর ৬৪টি জেলা এবং ১০৩টি উপজেলায় আয়কর মেলা অনুষ্ঠিত হয়, যেখানে ১৮ লাখ ৬৩ হাজার ৩৮৭ জন সেবা গ্রহণ করেন।
জাতীয় পার্টির মসিউর রহমান রাঙ্গার লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মানি লন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন সংক্রান্ত তথ্য বিনিময়ের লক্ষ্যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ৭২টি দেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (এফআইইউ) সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে।
আজকের বাজার/এমএইচ