করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে আসন্ন পবিত্র রমজান মাসে তারাবি নামাজে ১২ জনের বেশি অংশ নিতে পারবে না।
পবিত্র মাহে রমজান মাসে দেশের সকল ধর্মপ্রাণ মুসল্লিকে বাসায় থেকেই তারাবি নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ। বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) সন্ধ্যায় ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তারাবি আদায় হওয়া প্রতিটি মসজিদে দুইজন হাফেজসহ মোট ১২ জন নিয়মিত নামাজ পড়বেন। এ সময়, বাইরের কোনো মুসল্লি অংশ নিতে পারবেন না বলেও জানানো হয়।
এর আগে, ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় মসজিদে কোনও জামাতে ৫ জনের বেশি অংশ নিতে পারবে না। আর শুক্রবার জুমার জামাতে ১০ জনের বেশি অংশ নিতে পারবে না। ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে মসজিদের খতীব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ছাড়া অন্য মুসল্লিদের নিজ বাসায় নামাজ আদায় করার অনুরোধ জানানো হয়।
সে সময়, একইসঙ্গে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মের উপসনালয়গুলোতেও ধর্মীয় জমায়েতের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়।