উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা নিজের চোখে দেখলেন ও তাদের অভিজ্ঞতার কথা নিজের কানে শুনলেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্ব ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
রোহিঙ্গাদের ক্যাম্পে ঘোরার ফাঁকে জাতিসংঘ মহাসচিব এক টুইটে লিখেছেন, ‘মিয়ানমার থেকে পালিয়ে আসা এই রোহিঙ্গাদের কাছ থেকে হত্যা আর ধর্ষণের যে বিবরণ শুনেছি তা অকল্পনীয়।’
“তারা বিচার চায়, নিরাপদে বাড়ি ফিরে যেতে চায়।”
সোমবার (২ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তারা কক্সবাজার বিমানবন্দরে পৌঁছেন।
এরপর তারা গাড়িযোগে কলাতলীস্থ হোটেল সায়মনে যান। সেখানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিমকে রোহিঙ্গা বিষয়ে অবহিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এরপর সকাল ১০টায় গাড়িযোগে উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন তারা।
আরজেড/