দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে বৃটিশ সরকারের সাথে আলোচনা চলছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আজ রোববার দুপুরে পাবনায় মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সংবিধান নিয়ে অনেক ফুটবল খেলা হয়েছে, অনেক রঙ বদলানো হয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর সংবিধান ফিরিয়ে নিয়ে এসেছেন। প্রধানমন্ত্রী মানবতাবিরোধীদের বিচার করে দেখিয়ে দিয়েছেন দেশে বিচার ব্যবস্থা আছে। বিচারকদের মান উন্নয়নে বিদেশে পাঠিয়ে তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলেও জানান তিনি।
আজকের বাজার/এমএইচ