‘তারেকের পাসপোর্ট ইস্যুতে বিএনপি আবোল তাবোল বলছে’

তারেক রহমানের পাসপোর্ট সংক্রান্ত ইস্যুতে ধরা পড়ে বিএনপি নেতারা এখন আবোল তাবোল কথা বলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডন গিয়ে রাজনৈতিক আশ্রয় চাওয়ার বিষয়টি ধরা পড়ে গেছে। সেজন্যই এখন বিএনপি নেতারা উল্টো পাল্টা কথা বলছে।

শুক্রবার অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শের ই বাংলা একে ফজলুল হকের ৫৬ তম মৃত্যুবার্ষিকীতে সকালে তার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলে।

আওয়ামী লীগের পর শ্রদ্ধা জানায় সহযোগি ও সামাজিক সংগঠন।

সকালে আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদের ১৩তম মৃত্যুবার্ষিকীতে বনানীতে তাঁর কবরেও শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

রাসেল/