বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার বিষয়টি আচরণ বিধির মধ্যে পড়ে না বলে জানিয়েছেন ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ।
সোমবার (১৯ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রেস বিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ইসি সচিব, ‘তিনি (তারেক রহমান) দেশের বাইরে রয়েছেন। তিনি অনলাইনের মাধ্যমে তাদের প্রার্থীদের সঙ্গে কথা বলছেন। এতে ইসির কিছু করার নেই।’
এর আগে, রোববার প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকারে তারেক রহমানের ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করে বিএনপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে ইসিতে অভিযোগ জানিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ওই দিন সন্ধ্যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল নির্বাচন কমিশন অফিসে যেয়ে এই অভিযোগ দায়ের করেন।
আওয়ামী লীগের এই প্রতিনিধি দলে ছিলেন— সভাপতিমণ্ডলির সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ আরও নেতাকর্মীরা।
তখন ফারুক খান সাংবাদিকদের বলেন, ‘স্কাইপের মাধ্যমে কথা বলে তারেক রহমান সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে। দেশবাসীর মতো আমরাও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, সাম্প্রতিক সময়ে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে। পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়া টেলি কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। এটি সুস্পষ্ট নির্বাচনী আইন ও আদালতের নির্দেশনার লঙ্ঘন। এ বিষয়ে আমরা কমিশনকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি এবং দ্রুত যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা বলেছি।’
ফারুক খান বলেন, ‘শনিবার যুক্তফ্রন্টের নেতারা আদালত প্রাঙ্গণে নির্বাচন নিয়ে এমন সব কথা বলেছেন যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচন প্রশ্নবিদ্ধ করার একটি প্রয়াস। এটি অব্যাহত থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ইসি পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।’
তারেক জিয়া নির্বাচনী আচরণবিধির কোন ধারাটি লঙ্ঘন করেছেন এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতারা বিষয়টি স্পষ্ট করে জানাতে পারেননি। তবে এ বিষয়ে দলের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান নওফেল বলেন, ‘তারেক জিয়া পলাতক দণ্ডিত আসামি। তিনি কোনো রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন না। তিনি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কোর্টের আদেশ লঙ্ঘন করেছেন। এটি আইনত অবৈধ ও অনৈতিক। গণমাধ্যমের প্রতি আহ্বান জানাবো আদালতের আদেশ মেনে তার খবর যেন প্রকাশ করা না হয়।’
তবে আওয়ামী লীগের অভিযোগ প্রত্যাখ্যান করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, আওয়ামী লীগ ও ইসি নিজেরাই আচরণ ভঙ্গ করছেন। আমাদের দলের সাক্ষাৎকার কিভাবে নেব এটা আমাদের সিদ্ধান্ত।’
তার একদিন পরেই সোমবার ইসি বলে দিলেন তারেকের ভিডিও কনফারেন্স আচরণবিধি লঙ্ঘন নয়।
আজকের বাজার/এমএইচ