তারেকের মামলা প্রত্যাহারের দাবিতে নয়াপল্টনে ছাত্রদলের মিছিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টের সামনে থেকে শুরু করে মিছিলটি দৈনিক বাংলা মোড়ে গিয়ে শেষ হয়।

ছাত্রদলের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে মিছিলে সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

তারা অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন। এবং তারেক রহমানের সব মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় আগামী দিনে ছাত্রদলের নেতাকর্মীরা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

কেন্দ্র ঘোষিত এ কর্মসূচিতে আরও অংশ নেন কেন্দ্রীয় সহ-সভাপতি এজমল হোসেন পাইলট, সোহানুর রহমান রহমান সোহান, সহ-সভাপতি মনিরা আক্তার রিক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক শওকত আরা উর্মি, শাহিনুর নার্গিস, সহ-সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমা, সহ-সাংগঠনিক সম্পাদক নাদিয়া পাঠান পাপন, আফরোজা খানম নাসরিন প্রমুখ।

এমআর/