‘তারেকের রাজনৈতিক দৃঢ়তায় দুঃশ্চিন্তায় সরকার’

তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্ব অত্যন্ত দৃঢ় এবং শক্তিশালী। আর এ জন্যই সরকার দুঃশ্চিন্তায় পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার প্রেসক্লাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজনৈতিক আশ্রয় সাময়িক ব্যাপার, এর সঙ্গে পাসপোর্টের মেয়াদ বা নাগরিকত্বের কোন সম্পর্ক নেই। নাগরিকত্ব কোন স্বল্পমেয়াদী বা মেয়াদের বিষয় নয়।

নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে নিজেদের বিতর্কিত না করতে সরকারের প্রতি আহবান জানান তিনি।

খালেদা জিয়াকে গণতন্ত্রের মা উল্লেখ করে তিনি বলেন, তার অসুস্থতা দেশকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে। খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে দেশের মানুষের গণতন্ত্রের অধিকার কেড়ে নেয়া হচ্ছে । তার অসুস্থতা নিয়ে সরকার ষড়যন্ত্র করছে।

রাসেল/