পাসপোর্ট অধিদপ্তরের কাছে তারেক রহমানের কোনো মেয়াদোউত্তীর্ণ পাসপোর্ট আসেনি বলে জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান। আজ বুধবার দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলকে তিনি এ তথ্য জানান।
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বলেন, মেশিন রিডেবল পাসপোর্টের জন্য তারেক রহমান কোনো আবেদন করেননি। তার কোনো মেয়াদোত্তীর্ণ পাসপোর্টও অধিদপ্তরের কাছে আসেনি।
জেনারেল মাসুদ রেজওয়ান বলেন, আদালতের রায়ে দণ্ডিত হওয়ায় তারেক রহমানের বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার আর সুযোগ নেই।
তিনি বলেন, ২০০৮ সালে তারেক রহমান বাংলাদেশ ছেড়ে চলে গেছে। আমরা মেশিন রিডেবল পাসপোর্ট তৈরি শুরু করেছি ২০১০ এর ১ এপ্রিল থেকে। তিনি হাতে লেখা পাসপোর্ট নিয়ে গেছেন। আমরা যতটুকু জানি উনি লন্ডন যেয়ে ওই পাসপোর্ট রিনিউ করেছেন।সেটার মেয়াদ ছিল ২০১৩ সাল পর্যন্ত। এরপরে মেশিন রিডেবল পাসপোর্ট নেয়ার জন্যে তিনি কোনো আবেদন করেন নি। আমাদের কাছে কোন পাসপোর্ট পাঠানো হয়নি।
এস/