তারেক বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জন দিয়েছেন: অ্যাটর্নি জেনারেল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাসপোর্ট সমর্পণ করে বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জন দিয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, তারেক রহমানের পাসপোর্ট ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে।তারেক রহমানের কাছে পাসপোর্ট নেই।কোনো নাগরিক যদি দেশে থাকেন। তখন সেই বিষয় নিয়ে প্রশ্ন ওঠে না। আর যখনি তিনি বিদেশে থাকবেন, তার পাসপোর্ট জমা দিয়ে দিবেন। সেই সময়ে তার অবস্থা দাঁড়ায়.. তিনি পলাতক আসামি। এবং সেই সঙ্গে তিনি নিজের নাগরিকত্ব বিসর্জন দিয়েছেন।

আজকের বাজার/আরজেড