ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও গ্লোবাল রিপোটিং ইনেসিয়েটিভ যৌথভাবে একটি সেমিনারের আয়োজন করেছে। উক্ত সেমিনারে পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনের মানদণ্ড নিয়ে আলোচনা করা হবে।
রোববার (২০ মে) রাজধানীর একটি হোটেলে এ সেমিনার অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. স্বপন কুমার বালা।
আরও উপস্থিত থাকবেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, প্রায় ৪০ টি তালিকাভুক্ত কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তাসহ আয়োজক প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা।
রাসেল/