আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যাদের খাদ্য সহযোগিতা প্রয়োজন তাদের তালিকা করে সহযোগিতা পৌঁছে দেয়া হবে।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পিসিআর ল্যাব উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
করোনাভাইরাসের কারণে সকল কর্মকান্ড বন্ধ হয়ে যাওয়ায় সারাদেশের খেটে খাওয়া মানুষরা খুব খাদ্য কষ্টে আছেন। সে বিষয় বিবেচনা করে প্রধানমন্ত্রী সারাদেশে ত্রাণ তৎপরতার নির্দেশনা দিয়েছেন এবং পর্যাপ্ত ত্রাণ দিয়েছেন।
হানিফ বলেন, প্রধানমন্ত্রী দলীয়ভাবে ত্রান কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে প্রকৃতই যাদের খাদ্য সহযোগিতা প্রয়োজন তাদের তালিকা করে খাদ্য সহযোগিতা পৌঁছে দেয়া হবে।
এ সময় জেলা প্রশাসক আসলাম হোসেন, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম, স্বাচিপ নেতা ডা: আমিনুল হক রতনসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।