তালিবান শান্তি চুক্তিতে সাংবাদিকদের অংশ গ্রহণ বাঞ্ছনীয়

সমীক্ষকদের ধারণা তালিবানদের সঙ্গে শান্তি চুক্তিতে সংবাদ মাধ্যমের ভূমিকা থাকতে হবে। তবে আফগান প্রেসিডেন্টের মনোনীত ডেলিগেশনে সংবাদ মাধ্যমের কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত না করায় অসন্তোষ প্রকাশ করা হয়।

আফগান সংবাদ মাধ্যমে ৮ বছর কর্মরত, নার্গিস হরুখস ভয়েস অব আমেরিকাকে জানান, আমরা সাংবাদিকেরা শান্তি চাই, তবে তার জন্য আমাদের বোরখা পরতে হবে এমনটি আশা করা যায়না।খবর ভিওএর।

কাবুলের চ্যানেল ওয়ান টিভি’র পরিচালক হামিদ হায়দারি বলেছেন আমাদের উদ্বেগ তালিবানদের চাওয়া নিয়ে, তারা কি চায় আমাদের বোধগম্য নয়। তালিবানদের অনুধাবন করতে হবে, পুরুষ মহিলা নির্বিশেষে সকল আফগানদের এদেশে মুক্ত থাকবার অধিকার রয়েছে।