জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার আফগানিস্তানের তালেবান জঙ্গিদের বসন্তকালীন হামলার ঘোষণার নিন্দা জানিয়ে সকল পক্ষকে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে।
সর্বসম্মত এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ জানায়, তালেবানের এই ঘোষণা আফগান জনগণের জন্য কেবলমাত্র অপ্রয়োজনীয় আরো দুর্ভোগ ও ধ্বংসই ডেকে আনবে। খবর এএফপি’র।
ওই ঘোষণার কয়েকঘণ্টা পর শনিবার আফগানিস্তানের রাজধানী কাবুল ও উপত্তরাঞ্চলীয় নগরী কুন্দুজের কাছে তালেবান জঙ্গিরা হামলা চালায়।
আফগান কর্মকর্তারা জানান, এসব হামলায় অন্তত নয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।