জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক শীর্ষ দূত সোমবার বলেছেন, তিনি তালেবান ও আফগানিস্তান সরকারের মধ্যে আনুষ্ঠানিক শান্তি আলোচনার প্রকৃত পরিবর্তনের সম্ভাবনা দেখতে পেয়েছেন।
আফগানিস্তান বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি তাদামিশি ইয়ামামোতো নিরাপত্তা পরিষদকে বলেন, ‘আফগানিস্তানে চলমান সংঘাত নিরসনে সরকার ও তালেবানের মধ্যে শান্তি আলোচনার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে বিগত ১৭ বছরের মধ্যে এমনটা আর কখনো তৈরি হয়নি।’
তিনি আফগান সরকারের রাজনৈতিক সদিচ্ছা দেখছেন এবং তাদের প্রতি আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রয়েছে।
ইয়ামামোতো বলেন, ‘গত ২৮ নভেম্বর জেনেভা মিনিস্টেরিয়াল কনফারেন্সে আফগান সরকারের পক্ষে প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ ঘানি একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করেন। তালেবানের সাথে সরাসরি আলোচনা করতে একটি দল নিয়োগ করা হয়েছে। গত ৯ ডিসেম্বর সেক্রেটারিয়েট অব হাই পিস কাউন্সিলের নতুন একজন প্রধানকে নিয়োগ দেয়া হয়েছে।’
তিনি বলেন, জেনেভা মিনিস্টেরিয়ালত কনফারেন্সের গুরুত্বপূর্ণ অর্জন ছিল পোস্ট-পিসের ক্ষেত্রে অব্যাহত আন্তর্জাতিক সমর্থনের আশ্বাস। তালেবানের সাথে করা শান্তি চুক্তির ব্যাপারে আফগানিস্তানকে সহযোগিতা প্রদান অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে পরস্পরের প্রতি বিশ্বাস গড়ে তুলতে পদক্ষেপ নেয়ার আহবান জানান। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ