তালেবানের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি অনুমোদনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মঙ্গলবার ভোটের আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এই অনুমোদনের ফলে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে। কূটনীতিকরা একথা জানান। এদিকে গত ২৯ ফেব্রুয়ারি তালেবানের সাথে করা চুক্তি অনুযায়ী মার্কিন সামরিক বাহিনী তাদের সৈন্য সরিয়ে নেয়া শুরু করেছে।
সোমবার কূটনীতিকরা জানান, চুক্তি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ ভোটের আহ্বান জানানো হয়। এক সপ্তাহ আগে এ আলোচনা শুরু করা হয়। কূটনীতিকরা বলেন, ইতোমধ্যে তিনবার সংশোধন করা সর্বশেষ এ খসড়ার ব্যাপারে চীন ওই প্রস্তাবে ‘আঞ্চলিক সহযোগিতার’ কথা তুলে ধরার অনুরোধ জানিয়েছে।
আফগানিস্তানে একের পর এক প্রাতিষ্ঠানিক সংকটের প্রেক্ষাপটে এ প্রস্তাব দেয়া হয়। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান