তালেবান হামলা,ব্যবস্থা নিতে পাকিস্তানের প্রতি যুক্তরাষ্টের আহ্বান

 আফগানিস্তানের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তালেবান হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার ঘটনায় ব্যবস্থা নেয়ার জন্য প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত সোমবার  ইসলামাবাদের প্রতি এই আহ্বান জানায় হোয়াইট হাউস । পাকিস্তান বড় অঙ্কের অনুদান নেয়ার বদলে এইসব জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয় দেয় বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

আফগানিস্তানের রাজধানী কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শনিবারের তালেবান হামলায় বিদেশিসহ অন্তত ৩০ জন নিহত হয়। এই হামলার কড়া নিন্দা জানিয়েছে ইসলামাবাদ।

এদিকে, ইন্টারকন্টিনেন্টাল হোটেলে হামলার জন্য পাকিস্তানকে দায়ি করেছে আফগানিস্তান। অভিযোগ প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মোহাম্মদ ফয়সাল।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স গত সোমবার সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্রের সহযোগিতায় আফগান বাহিনী জঙ্গিদের নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু বিশ্বে সন্ত্রাস ছড়িয়ে দিতে চায় এই জঙ্গিরা।

সারাহ স্যান্ডার্স বলেন, ‘তালেবান নেতাদের শিগগিরই গ্রেপ্তার বা বহিষ্কার করার জন্য পাকিস্তানের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি’।সূত্র;বিবিসি

আজকের বাজার:এসএস/২৪জানুয়ারি ২০১৮