তালেবান হামলায় ২২ আফগান পুলিশ নিহত

আফগানিস্তানে তালেবান জঙ্গিদের হামলায় অন্তত ২২ জন পুলিশ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

দুটি আলাদা চেকপয়েন্টে এ হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা পার্সটুডের খবরে জানানো হয়েছে।

দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলার একটি চেকপয়েন্টে তালেবান জঙ্গিরা অতর্কিত হামলা চালায়।

ওই হামলায় চেকপয়েন্টে উপস্থিত মাত্র একজন পুলিশ প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল হামিদ।

খান আবাদ জেলার গভর্নর হায়াতুল্লাহ আমিরি জানান, হামলাকারীরা চেকপয়েন্টটি ধ্বংস করে দিয়ে একটি হামভি সামরিক যান ছিনতাই করে নিয়ে গেছে।

আজকের বাজার : এমএম / ৩০ অক্টোবর ২০১৭