তালেবান হুমকির মুখে থাকা ২০ হাজার আফগান শরণার্থীকে গ্রহণ করবে কানাডা

আফগানিস্তানের প্রধান শহরগুলো দখল করে নেয়ায় তালেবান হুমকির মুখে নারীনেত্রী, সরকারী কর্মী এবং অন্যদেরসহ ২০ হাজার আফগান শরণার্থী গ্রহণ করার ঘোষণা দিয়েছে কানাডা।
শুক্রবার কানাডার অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডেসিনো এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে বলেন, “আফগানিস্তানের পরিস্থিতি হৃদয়বিদারক এবং কানাডা এ অবস্থায় পাশে না দাঁড়িয়ে পারে না।”
শরণার্থীদের মধ্যে দেশে এবং ইতোমধ্যে প্রতিবেশী দেশে পালিয়ে গেছে এমন “বিশেষ ঝুঁকিপূর্ণ” আফগানরা থাকবে, এ ছাড়াও নারীনেত্রী, সরকারী কর্মচারী, মানবাধিকার কর্মী, নির্যাতিত সংখ্যালঘু এবং সাংবাদিকরা এতে অন্তর্ভুক্ত থাকবেন।
মেন্ডিসিনো বলেন, অনেকগুলো ফ্লাইট ইতোমধ্যে আশ্রয় প্রার্থীদের নিয়ে যাত্রা করেছে, প্রথম ফ্লাইট শুক্রবার টরেন্টোতে অবতরণ করেছে।
কর্মকর্তারা বলেছেন, তালেবানরা রাজধানী কাবুলে অগ্রসর হওয়ার সাথে সাথে কানাডিয়ান বিশেষ বাহিনী দূতাবাস কর্মীদের বিমানে সরিয়ে নেয়ার পরিকল্পনা করেছে, এ বিষয়ে বিশদভাবে কিছু জানানো হয়নি।
এর আগে শুক্রবার স্পেন, ডেনমার্ক, নরওয়ে এবং নেদারল্যান্ডস তাদের নিজ নিজ দূতাবাসকর্মীদের সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে।
কানাডা বলেছে, তারা আফগান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং মিত্রদের সঙ্গে ঘটনাস্থলে কাজ করছে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “কানাডার দূতাবাস এবং আমাদের কর্মীদের সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”