তাসকিন আউট, রনি ইন

নিয়ন্ত্রণহীন বোলিংয়ের কারণেই টাইগার দল থেকে বাদ পড়তে যাচ্ছে তাসকিন। তার বদলে দলের সাথে ভারতের বিপক্ষে আজ মাঠে নামবেন রনি।

শ্রীলঙ্কার বিপক্ষে অবিস্মরণীয় জয়ের পর বুধবার ভারতের সঙ্গে মাঠে নামার আগে সেই উইনিং কম্বিনেশনে পরিবর্তন আনতেই হচ্ছে টিম বাংলাদেশকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু নিশ্চিত করেছেন দলে পরিবর্তন একটি। তাসকিন আহমেদের জায়গায় একাদশে আবু হায়দার রনি খেলবেন।

নান্নু বলেন, আজকের একাদশে তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু থাকতে পারে।

গুজব উঠেছিলো তাসকিনের সাথে সাব্বিরও আজ বাদ যাবেন। সাব্বিরের বদলে আরিফুল আর তাসকিনের পরিবর্তে আবু হায়দার রনি অথবা আবু জায়েদ রাহীকে নেয়ার কথা ছিলো।

কিন্তু তাসকিনের নিয়ন্ত্রণহীন বোলিংয়ের কারণেই তাকে বাদ দেয়া হলো। কুশল পেরেরা ও কুশল মেন্ডিসের বিরুদ্ধে বুদ্ধি খাটিয়ে ভালো জায়গায় বল করার বদলে অযথা বাড়তি গতি সঞ্চার করতে গিয়ে মার খেয়েছেন তাসকিন। এমন বোলিংয়ের কারণেই দলের স্বার্থে বাদ দেয়া ছাড়া অন্য কোন পথ নেই।

এমআর/