তাসফিয়া হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার

চট্টগ্রামের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া হত্যা মামলায় আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মে) ভোরে নগরীর পাঁচলাইশ থানার গাউছিয়া আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম ওয়াজ বিন আসলাম ওরফে মিজান। মিজান একই এলাকার মো. আসলামের ছেলে।

পতেঙ্গা থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, তাসফিয়া হত্যা মামলার আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে তাসফিয়ার মৃত্যু নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২ মে সকালে কর্ণফুলী নদীর পতেঙ্গার ১৮ নম্বর ঘাটের পাথরের ওপর থেকে উদ্ধার করা হয় সানসাইন গ্রামার স্কুলের নবম শ্রেণীর ছাত্রী তাসফিয়ার মরদেহ। এরপর তার ছেলেবন্ধু আদনান মির্জাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনার পর তাকে গ্রেফতার দেখানো হয়। এ ঘটনার পরদিন বৃহস্পতিবার আদনান, তার বড়ভাই ফিরোজসহ ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন।

আজকের বাজার/একেএ