সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সদর ইউনিয়নের সোলাপাড়া গ্রামে পেটের ব্যথা সহ্য করতে না পেরে তৃতীয় শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।
রোববার (১৫ জুলাই) তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম হাসি খাতুন (১১)। হাসি খাতুন ওই গ্রামের হাসানুর রহমানের মেয়ে এবং সে শোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
পরিবারের বরাত দিয়ে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, হাসি খাতুন পেটের ব্যথায় ভুগছিল। ধারণা করা হচ্ছে পেটের যন্ত্রনা সহ্য করতে না পেরে শনিবার সন্ধ্যার পর কীটনাশক খেয়ে সে আত্মহত্যা করেছে।
তিনি আরও জানান, রোববার সকালে নিহত শিশুটির লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার/একেএ