তিউনিশে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতিদানের প্রতিবাদে বিক্ষোভের মুখে তিউনিশিয়ায় দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

তিউনিশিয়ার রাজধানী তিউনিশে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা দেশটিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। তিউনিশিয়া চলাচলে সরকারি নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার পরামর্শও দেয়া হয়েছে।

মার্কিন স্টেট ডিপার্টেমেন্টর বিবৃতিতে আরও বলা হয়েছে, তিউনিশিয়ায় জনসমাগমপূর্ণ এলাকা ও সমাবেশ এড়িয়ে চলতে মার্কিন নাগরিকদের নির্দেশ দেয়া যাচ্ছে।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে তিউনিশিয়ার বেশ কয়েকটি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে। সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে রাজধানী তিউনিশে।

এ নিয়ে তিউনিশিয়া রাষ্ট্রীয়ভাবেও কঠোর প্রতিবাদ জানিয়েছে। মার্কিন রাষ্ট্রদূতকে তলবের পর তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি বলেছেন, তার দেশ জেরুজালেম ঘোষণা সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছে।

৫ ডিসেম্বর তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। সেদিন ইহুদিরাষ্ট্র ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতিও দিয়েছেন তিনি। তার এ স্বীকৃতির বিরুদ্ধে আন্তর্জাতিক পরিমণ্ডলে মার্কিন মিত্ররাও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করছেন।

সূত্র: মিডল ইস্ট আই।

আজকের বাজারঃ এসএস/সালি, ১০ ডিসেম্বর ২০১৭