ভূমধ্যসাগর সাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইত্যালি যাচ্ছিল একদল অভিবাসনপ্রত্যাশী। সাগরেই নৌকাটি ডুবে যায়। ডুবন্ত ওই নৌকা থেকে ৩৭ জন বাংলাদেশিসহ ৭১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটির ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর এএফপির।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৭ বাংলাদেশি ছাড়াও আটজন মরক্কোর, আটজন মিসরের, সাতজন আলজেরিয়ার, চারজন সুদানের, দুজন চাদের ও একজন তিউনিসিয়ার নাগরিক রয়েছেন।
তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র জানান, নৌকাটি লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমাঞ্চলের শহর জুওয়ারা থেকে যাত্রা শুরু করে। তিউনিসিয়ার কেরকেন্নাহ দ্বীপপুঞ্জের কাছে পৌঁছার পর এর তলায় ফুটো দেখা দেয়। তবে প্রত্যেকেই উদ্ধার করা গেছে। তারা নিরাপদে আছেন।
গত সপ্তাহে তিউনিসিয়ার উপকূলে ৮৬ জন অভিবাসনপ্রত্যাশীসহ একটি নৌকা ডুবে যায়, যাদের বেশির ভাগই নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
তিউনিসিয়া কর্তৃপক্ষ এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করেছে, যাদের মধ্যে শিশু ও অন্তঃসত্ত্বা নারী রয়েছেন।
আফ্রিকার বিভিন্ন দেশ থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীরা প্রধান পথ হিসেবে লিবিয়াকেই ব্যবহার করেন। কয়েক সপ্তাহ ধরে তিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশী প্রচুর লোকজনকে উদ্ধার করা হয়েছে, যারা লিবিয়া থেকে ইতালি যাচ্ছিলেন।
আজকের বাজার/এমএইচ