তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির চার প্রকৌশলীকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দেশের প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)।
এসব প্রকৌশলীদের দ্রুত সময়ের মধ্যে নিঃশর্ত মুক্তির দাবিও জানিয়েছে প্রতিষ্ঠানটি। রবিবার আইইবি’র কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষে এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন (শীবলু) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ ও দাবি জানান।
ওই বিবৃতিতে তিনি বলেন, করোনা মহামারিকালের দূর্যোগ মোকাবিলায় সারা দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি প্রকৌশলীরাও সম্মুখ যোদ্ধা হিসেবে লকডাউনে ও পরবর্তী সময়ে বিদ্যুৎ ও জ্বালানিসহ প্রতিটি সেক্টরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ দায়িত্ব পালন করতে গিয়ে প্রকৌশলী মৃত্যুও হয়েছে। আবার অনেকে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে দেশে সুনামের সাথে কর্মরত প্রকৌশলীরা বিভিন্নভাবে শারিরীক নির্যাতন, মানসিক অত্যাচার, গ্রেপ্তার, রিমান্ড এমনকি হত্যাকান্ডের স্বীকার হচ্ছেন।’
তিনি বলেন, তিতাস গ্যাসের চার প্রকৌশলীদের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ও ফৌজদারি আসামি না হলেও যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে এবং দুই দিনের রিমান্ডও মঞ্জুর করা হয়।
এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি দ্রুত সময়ের মধ্যে প্রকৌশলীদের নিঃশর্ত মুক্তির আহ্বান জানান। তা না হলে আইইবি পরবর্তীতে পদক্ষেপ নেবে বলেও জানান তিনি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান