বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার আয়োজিত তিনদিন ব্যাপি “ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ২১.০১.২০১৯ তারিখে শেষ হয়েছে। বিএবি কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবি’র মহাসচিব মোঃ আব্দুর রহমান সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরন করেন একি্রাম ব্যাংকের পরিচালক ও বিএবি’র ট্রেনিং কমিটির সদস্য-সচিব এ কে এম নুরুল ফজল বুলবুল। উক্ত অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের পরিচালক এ এস এম মাইনুদ্দিন মোনেম সহ বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও এবিবি’র প্রেসিডেন্ট সৈয়দ মাহবুবুর রহমান, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরফান আলী, আই এফ আই সি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সরোয়ার, এন আর বি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মেহমুদ হুসেইন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএবি’র সহকারী সচিব রফিকুল ইসলাম, আরটিসি’র সহকারী পরিচালক মিসেস রুদাবা এস. রহমান সহ বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস্ (বিএবি) এর উর্ধতন কর্মকর্তাবৃন্দ। উক্ত কর্মশালায় বিভিন্ন বেসরকারী বাণিজ্যিক ব্যাংকের ৩৩ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।