বাউন্সিং উইকেটে নিজেদের পরীক্ষা দেওয়ার আগে টেস্ট পরীক্ষায় পাশ মার্ক পেয়েছেন বাংলাদেশী ব্যাটসম্যানরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়ার আগে আফ্রিকা একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ দল।
মুশফিকুর রহিম-মুমিনুল হকের পর অর্ধশতকের দেখা পেয়েছেন সাব্বির রহমান। রান পেয়েছেন সৌম্য সরকার-ইমরুল কায়েস।
এদের ব্যাটের উপর ভর করে প্রথম দিনেই প্রতিবেদন লেখা পর্যন্ত দিনের খেলা ১৮ ওভার থাকতেই ৩০০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। সপ্তম উইকেট জুটিতে মিরাজকে নিয়ে ৫২ রান যোগ করেন সাব্বির। মাঝে দ্রুত বিদায় নেন রিয়াদ ও লিটন।
তবে তাসকিনকে নিয়ে ২৮ রান যোগ করে দলীয় ৩০০ রান পূরণ করেন সাব্বির রহমান। শেষ সেশনের ড্রিংস ব্রেকের আগেই নিজের অর্ধশতক ও দলীয় ৩০০ রান পূরণ করেন সাব্বির। ৮৩ বলে ৫৬ রানে ব্যাট করছেন সাব্বির।
আজকের বাজার: সালি / ২১ সেপ্টেম্বর ২০১৭