বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
তিনি আমার বন্ধু এবং নিপাট ভদ্রলোক: ট্রাম্প
প্রকাশিত - এপ্রিল ১১, ২০১৮ ৫:১২ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে কাতারের আমির তামিম বিন হামাদ আল- থানিকে স্বাগত জানিয়েছেন।
এ সময় তিনি বলেন, ‘তিনি আমার বন্ধু এবং নিপাট ভদ্রলোক।’
সন্ত্রাসবাদে অর্থায়ন নিয়ে তার সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠার মাত্র এক বছরের মাথায় তাকে স্বাগত জানালেন তিনি। নতুন বাণিজ্য চুক্তির চূড়ান্ত করার প্রচেষ্টা নিয়ে তার আলোচনা করেন।এ চুক্তির ফলে ৫০ হাজারের বেশি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে।খবর এএফপি’র।
উল্লেখ্য, কাতারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সৌদি আরব ও সংযুক্ত আরব-আমিরাতের নেতৃত্বকে সমর্থন জানিয়ে ট্রাম্প বলেছিলেন, কাতারকে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন এবং সন্ত্রাসবাদে অর্থায়ন বন্ধ করতে হবে। ট্রাম্প প্রাথমিকভাবে কাতারের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়েছিল।
আজকের বাজার/আরজেড
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.