তিন অতিরিক্ত আইজিপি পদে রদবদল

পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) পদে রদবদল করা হয়েছে।

তাদের মধ্যে রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেমকে এন্টি টেররিজম ইউনিটের প্রধান করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. মহসিন হোসেনকে রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি এবং এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপি হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ জারি করা হয়; যা শিগগিরই কার্যকর হবে।