শূন্য ঘোষিত ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে উপনির্বাচন আগামী ২১ মার্চ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সিনিয়র সচিব মো. আলমগীর।
সচিব বলেন, ঢাকা-১০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেশিন ব্যবহার করলেও অন্য দুই আসনে পুরানো পদ্ধতি ব্যালটে এই ভোট হবে।
এ নির্বাচনে মনোনয়ন দাখিল ১৯ ফেব্রুয়ারি, যাচাই-বাছাই ২৩ ফেব্রুয়ারী, আপিল দায়ের ২৪-২৬ ফেব্রুয়ারী, আপিল নিস্পত্তি ২৮ ফেব্রুয়ারী, প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারী, প্রতীক বরাদ্দ ১ মার্চ ও ভোট ২১ মার্চ হবে।
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগের এমপি ডা. ইউনুস আলী সরকার গত ২৭ ডিসেম্বর মারা যান। এর পর গত ১০ জানুয়ারি মারা যান বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি, পাঁচবারের এমপি ও সাবেক মন্ত্রী ডা. মোজাম্মেল হোসেন।
আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের মনোনয়নে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কারণে গত ২৯ ডিসেম্বর জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে ঢাকা-১০ আসনের এমপি পদ ছাড়েন শেখ ফজলে নূর তাপস।
আজকের বাজার/এমএইচ