তিন কোম্পানির এজিএম মঙ্গলবার

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে জানা গেছে কোম্পানিগুলো হলো- বিবিএস ক্যাবলস, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস (বিবিএস) এবং মেঘনা সিমেন্ট লিমিটেড।

বিবিএস ক্যাবলস: প্রকৌশল খাতের এ কোম্পানির এজিএম আজ সকাল ১১টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গন, গাজীপুরে অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। যা এজিএমে অনুমোদন করবে শেয়ারহোল্ডাররা।

বিএস: প্রকৌশল খাতের এ কোম্পানির এজিএম আজ বিকেল ৪টায় কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গন, গাজীপুরে অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। যা এজিএমে অনুমোদন করবে শেয়ারহোল্ডাররা।

মেঘনা সিমেন্ট: সিমেন্ট খাতের এ কোম্পানির এজিএম আজ সকাল ১০টায় হল-২ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা, ঢাকায় অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে। যা এজিএমে অনুমোদন করবে শেয়ারহোল্ডাররা।

আজকের বাজার: আরআর/ ১২ ডিসেম্বর ২০১৭