তিন ঘন্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি, রাজধানীতে দুর্ভোগ

সকাল ছয়টা থেকে নয়টা প্রর্যন্ত টানা তিন ঘন্টার বৃষ্টিপাতে কয়েকদিনের তীব্র তাপদাহের কষ্ট কমলেও জল-কাদা রাজধানীবাসীর জন্য চরম দুর্ভোগ হয়ে দাঁড়িয়েছে। অফিসগামী ও স্কুল শিক্ষার্থীদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলজটে রাস্তায় সৃষ্টি হয়েছে দুঃসহ যানজট।

আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় কেবল ঢাকাতেই ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গত ২৩ মে দেড় ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এরআগে গত চার দিনের অসহ্য গরমে হাঁপিয়ে উঠেছিল ঢাকাবাসী। গতকাল বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ছিল কিশোরগঞ্জের নিকলীতে ৩৭ দশমিক ১ ডিগ্রি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজকের বাজার/ এমএইচ