স্বাস্থ্যবিধি না মানায় কাল থেকে সব দোকান ও মার্কেট বন্ধের নির্দেশ দিয়েছে খুলনা, নড়াইল ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসন।
আজ দুপুরে খুলনা জেলা প্রশাসনের গণ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব অনুসরণ করে সীমিত আকারে দোকানপাট ও শপিংমল গত ৯ মে থেকে চালু করার নির্দেশ দেয়া হয়েছিলো। কিন্ত দেখা যাচ্ছে, প্রতিটি স্থানে মানুষের উপচে পড়া ভিড়, অসচেতনতা ও অবহেলার কারণে তাদের নির্দেশনামা যথাযথভাবে পালন হচ্ছে না। ফলে করোনা ভাইরাসের সংক্রমন ভয়াবহভাবে বেড়ে যাওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।
তবে নিত্য প্রয়োজনীয় পণ্য, কৃষি পন্য পরিবহনের যানবাহন, নিত্য প্রয়োজনীয় দোকান, কাঁচা বাজার ও ওষুধের দোকান এর আওতামুক্ত থাকবে। একই ধরনের বিজ্ঞপ্তি দিয়েছে নড়াইল ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসন।