তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৩ মাদক ব্যবসায়ী নিহত

টাঙ্গাইল, বগুড়া ও যশোরে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছে। নিহতরা- আফজাল, পুতু মিয়া ও রতন। আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দাবি নিহতরা মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত।

শুক্রবার (১৩ জুলাই) ভোর রাতে বন্দুকযুদ্ধের ঘটনাগুলো ঘটে।

র‌্যাব জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে ভোরে টাঙ্গাইলের বেগুনটাল গ্রামে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ীদের সাথে গোলাগুলিতে আফজাল নামে একজন নিহত হয়। আফজালের বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।

এদিকে বগুড়া শহরে দুইদল মাদক ব্যবসায়ীর বন্দুকযুদ্ধে পুতু মিয়া নামে একজন নিহতের দাবি করেছে পুলিশ। পুতু মিয়ার বিরুদ্ধে মাদকের ৫টি মামলা রয়েছে।

এছাড়া যশোরের চৌগাছায় রতন নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি দুইদল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে একাধিক মামলার আসামি রতন নিহত হয়েছে।

আরএম/