চট্টগ্রামে চালু হওয়ার মাত্র তিন দিনের মধ্যে লাগেজ ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
পর্যাপ্ত মালামাল পরিবহনের জন্য না পাওয়ায় অব্যাহত লোকসানের প্রেক্ষাপটে সোমবার (৪ মে ) থেকে এ ট্রেন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী জানিয়েছেন, গত ১ মে চট্টগ্রাম থেকে লাগেজ ট্রেন চলাচল শুরু হয়। চালুর পর পরিবহনের জন্য তেমন মালামাল পাওয়া যাচ্ছিল না। ট্রেনের চারটি বগির মধ্যে একটিও ভর্তি হয়নি এ ক’দিনে।
তিনি জানান, এ অবস্থায় সোমবার সকাল ১০টায় নির্ধারিত লাগেজ ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যায়নি।