তিন পার্বত্য জেলায় বাঙালি ছাত্র পরিষদের ডাকা সোমবার ও মঙ্গলবারের টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। এর আগে মাইক্রোবাসচালক সজীবকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেফতারের দাবিতে তারা হরতালের ডাক দিয়েছিলেন।
রোববার বিকেলে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে হরতাল আহ্বানকারীদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বৈঠকে জেলা পর্যায়ের সংশ্লিষ্ট সকল সরকারি কর্মকর্তা, সামরিক-বেসামরিক কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং হরতাল আহ্বানকারী বাঙালি ছাত্র পরিষদের দুই অংশের নেতারা উপস্থিত ছিলেন।
তিন পার্বত্য জেলায় ৪৮ ঘন্টার হরতাল আহ্বানকারী বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর মো. আব্দুল মজিদ কর্মসূচি প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন।
কাউন্সিলর মো. আব্দুল মজিদ বলেন, প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পরিপ্রেক্ষিতে হরতাল প্রত্যাহার করা হয়েছে। তবে পূর্বঘোষিত অন্যান্য নিয়মতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।
কর্মসূচি আহ্বানকারী বৃহত্তর পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি মো. মাঈনুদ্দিন বলেন, প্রশাসনের চাপে এবং আশ্বাসে হরতাল থেকে সরে আসতে বাধ্য হয়েছি।
তিনি অভিযোগ করে বলেন, শনিবার থেকেই প্রশাসন কর্মসূচি প্রত্যাহারের চাপ দিয়ে আসছে। বাসায় পুলিশি তল্লাশি চালানো হয়েছে। রোববার কর্মসূচি চলাকালে পুলিশ আমার ওপর হামলা করেছে।
তবে খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো এই অভিযোগ অস্বীকার করে বলেন, সড়ক মুক্ত করার সময় কেউ দৌড়ে পালাতে গিয়ে ব্যথা পেলে তো কিছু করার থাকে না।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম বলেন, জনস্বার্থের কথা বিবেচনা করে জেলা নীতি নির্ধারক কমিটির মতামতের ভিত্তিতেই হরতালের মতো কঠিন কর্মসূচি প্রত্যাহারে সব পক্ষ একমত পোষণ করেছে।
তিনি বলেন, যেসব দাবি-দাওয়া আন্দোলনকারী পক্ষগুলো থেকে তুলে ধরা হচ্ছে, সেসব ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতেই চলছে। তদন্ত এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসবের সমাধান করা হবে। প্রশাসনের আন্তরিকতার কোনই ঘাটতি নেই।
এদিকে, খাগড়াছড়িতে পূর্বঘোষিত রোবরের সকাল-সন্ধ্যা হরতাল দুপুর পর্যন্ত শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে। দুপুরের পর থেকে কর্মসূচি প্রত্যাহারের গুজব ছড়িয়ে পড়লে দোকানপাট খোলার পাশাপাশি যানবাহনও চলাচল করতে শুরু করে।
আজকের বাজার/একেএ