আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছেন পাকিস্তান কোচ ও নির্বাচক মিসবাহ উল হক। ওয়ানডে দল থেকে তিন পরিবর্তন এসেছে টি-টোয়েন্টি দলে।
পাকিস্তান জাতীয় দলের জার্সিতে আবারও ফিরছেন আহমেদ শেহজাদ ও উমর আকমল। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ঘোষিত দলে তাদের নেওয়া হয়েছে। দু’জন যথাক্রমে ১৬ মাস ও তিন বছর পর সংক্ষিপ্ত এই ফরম্যাটে সুযোগ পেলেন।
২০১৬ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের জার্সি গায়ে শেষবার টি-টোয়েন্টি খেলেছিলেন উমর আকমল। আহমেদ শেহজাদও দীর্ঘদিন খেলেননি এই ফরম্যাটে। ২০১৮ সালের জুনে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
আজকের বাজার/লুৎফর রহমান