তিন বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের পরীক্ষা হচ্ছে

জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ সব পরীক্ষা স্থগিত করা হবে না,স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে অনুষ্ঠিত হবে।
বুধবার রাতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনির এক বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।