রাষ্ট্রায়ত্ত্ব তিন ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে লিখিত পরীক্ষার তারিখ ও সময় পিছিয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি।
আগামী ৯ নভেম্বরের পরিবর্তে ১৬ নভেম্বর এই পরিক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের লিখিত পরীক্ষা ৯ নভেম্বর সকাল ১০টা থেকে ১২টার পরিবর্তে ১৬ নভেম্বর বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস বিভাগ প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
আজকের বাজার/এমএইচ