হাতিরঝিল ও খিলগাঁও থানায় দায়েরকৃত তিনটি পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ ও দলের আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়ার আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
বিএনপি নেতারা আদালতে আত্মসমর্পণ করে মামলার জামিন আবেদন করলে মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিএনপির নেতাদের আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান বলেন, এ মামলাগুলোর চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত হাইকোর্ট তাদের জামিন দিয়েছে।
গত ২০ সেপ্টেম্বর পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে সানাউল্লাহ মিয়ার বিরুদ্ধে খিলগাঁও থানায় দু’টি মামলা দায়ের করা হয়।
এছাড়া গত ১ অক্টোবর নাশকতার অভিযোগ এনে মওদুদ আহমেদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় অপর মামলাটি দায়ের করা হয়।
আজকের বাজার/এমএইচ