তিন সিটিতে একক প্রার্থী দেবে ২০ দলীয় জোট

আসন্ন বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী দেওয়ার নীতিগত সিদ্ধান নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

বুধবার (২০ জুন) বেলা ১১টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে পরবতী সিদ্ধান্ত আগামী ২৭ জুন বৈঠকে চূড়ান্ত করা হবে।

বৈঠক শেষে ২০ দলীয় জোটের শীর্ষ এক নেতা বলেন, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী দেওয়ার বিষয়ে কথা হয়েছে। তিন সিটিতেই জামায়াতের মেয়র প্রার্থী আছেন। এছাড়া সিলেটে খেলাফত মজলিসের একজন মেয়র প্রার্থী আছেন। তারা তাদের দাবি তুলেছেন। তবে আগামী ২৭ জুন পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

এছাড়া বৈঠকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে গণমাধ্যমে কোনো ব্রিফিং করা হয়নি।

বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আব্দুল হালিম, জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিশের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, জাগপা সভাপতি রেহেনা প্রধান, কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, বিএমএল সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, লেবার পার্টি (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, (অপরাংশ) মহাসচিব হামদুল্লাহ আল মেহেদি, ডিএল সাইফুদ্দিন মনি, পিপলস লীগ মহাসচিব সৈয়দ মাহবুব হোসেন, জমিয়তে উলামায়ে ইসলাম সিনিয়র যুগ্ম-মহাসচিব মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী, ইসলামীক ঐক্যজোট চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ রাকিব প্রমুখ।

আজকের বাজার/এমএইচ