তিন সিটিতে ভোট ৩০ জুলাই

রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটের তারিখ আগামী ৩০ জুলাই নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৯ মে) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান।

সিইসি বলেন, স্থানীয় সরকার বিভাগ থেকে চিঠি পেয়েছি, এই তিন সিটিতে সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা নেই এবং আইনগত কোনোও সমস্যা নেই। তাই আগামী ৩০ জুলাই নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন,  প্রার্থীরা মনোনয়ন দাখিল করতে পারবেন ২৮ জুন পর্যন্ত। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১০ জুলাই।

তিন সিটি নির্বাচনে কয়েকটি কেন্দ্রে ইলেট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবে বলেও জানিয়েছেন তিনি।

নতুন আচরণবিধি সম্পর্কে সিইসি বলেন, আগামী ১৩ জুনের আগে যদি আচরণবিধি সংশোধন হয় তাহলে নতুন আচরণবিধি তিন সিটি নির্বাচনে কার্যকর হবে। আর যদি পরে সংশোধন হয় তাহলে এ ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

 

আজকের বাজার/ এমএইচ