নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, দেশের তিন সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেকোনো মূল্যে নির্বাচন গ্রহণযোগ্য করতে চায় কমিশন। এ নিয়ে কারও সঙ্গে কোনও আপস করা হবে না।
সোমবার (২৩ জুলাই) দুপুরে রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজে রাজশাহী সিটি করপোরেশনের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত করলে কাউকেই ছাড় দেয়া হবে না। প্রার্থী কিংবা নির্বাচন কমিশনের কর্মকর্তা অথবা অন্য কোনও সংস্থার কেউ যদি সুষ্ঠু নির্বাচনে বাধা হয়ে দাঁড়াতে আসে তা প্রতিহত করা হবে।
রাজশাহী সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে এসময় রাজশাহী নির্বাচন অফিসের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আজকের বাজার/এমএইচ