তিন হাজার বাংলাদেশি নেবে সৌদি

এ বছর বিভিন্ন খাতে প্রায় ৩ হাজার বাংলাদেশি শ্রমিক নেবে সৌদি আরব। দেশটির জনশক্তি আমদানিকারক শীর্ষ এক প্রতিষ্ঠান রিয়াদে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসিহকে এ তথ্য জানিয়েছেন।

সৌদি আরবের জনশক্তি আমদানিকারক ইস্টার্ন রিক্রুটমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ আল সুলাইম রাষ্ট্রদূত গোলাম মসিহ’র কাছে বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বুধবার ২৬ জুলাই দেশটির রাজধানী রিয়াদে এক বৈঠকে তিনি ওই প্রতিশ্রুতি দেন।

ওই কর্মকর্তা বাংলাদেশি শ্রমিকদের প্রশংসা করেন এবং চলতি বছরেই বাংলাদেশি ৩ হাজারেরও বেশি শ্রমিক নিয়োগ করা হবে বলে আশ্বস্ত করেন।

ওই বৈঠকের পর রাষ্ট্রদূত গোলাম মসিহ স্থানীয় নিয়োগকারী অপর এক কোম্পানির প্রধানের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে তিনি আরও বেশি বাংলাদেশি শ্রমিক নিয়োগের আহ্বান জানান।

এজন্য তিনি দেশ থেকে সৌদিতে পাঠানোর আগে কর্মীদের আরও দক্ষ করার জন্য প্রশিক্ষণের উপর জোর দেন।

সৌদিতে কর্মী পাঠানোর ব্যাপারে বাংলাদেশ সরকারের সব ধরনের সহযোগিতা থাকবে বলে তিনি দেশটির সরকারকে আশ্বস্ত করেন।

আজকের বাজার: আরআর/ ২৭ জুলাই ২০১৭