১২০০ বছর আগের খোদাই করা বুদ্ধের একটি চিত্রের সন্ধান পেয়েছে তিব্বত। দেশটির পূর্বাঞ্চলে নব আবিষ্কৃত পাহাড়ের গায়ে এই চিত্রের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে. খোদাই করা চিত্রকর্মটি ১২০০ বছর আগের। এটিকে স্থানীয় ইতিহাস ও বৌদ্ধ চিত্রকলার নিদর্শনও মনে করা হচ্ছে।
আঞ্চলিক প্রাচীন সংস্কৃতি সংরক্ষণ ও গবেষণা ইনস্টিটিউ জানায়, নব আবিষ্কৃত চিত্রকর্মটি তিব্বতীয় টুবো শাসনামলের যা কামদো নগরীর চাগরিব কাউন্টির আকুর শহরে এটি আবিষ্কৃত হয়েছে। খবর সিনহুয়া’র।
একটি উপত্যকায় নির্মাণ শ্রমিকরা পাথর খননের সময় প্রথম পাথরের গায়ে খোদাই করা বুদ্ধের চিত্রকর্মটি দেখতে পায়। এটি প্রায় ১০ মিটার দীর্ঘ।
চিত্রটির নির্মাণশৈলী দেখে এটি নবম শতাব্দিতে নির্মিত হয়েছে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
বিশেষজ্ঞরা বলেন, উত্তর ও দক্ষিণের মধ্যে যোগাযোগ ব্যবস্থার সংযোগস্থলে প্রাচীন মূর্তিটি অবস্থিত। এই আবিষ্কার শিল্প, কলা ও সংস্কৃতি অধ্যয়নে বড় ধরনের ভূমিকা রাখবে। পাশাপাশি এর মধ্যদিয়ে একটি প্রাচীন যোগাযোগ ব্যবস্থাও আবিষ্কৃত হয়েছে।
ওই স্থানের নির্মাণ কাজ স্থগিত করা হয়েছে। প্রাচীন কীর্তিটি এখন যথাযথ কর্তৃপক্ষের নিরাপত্তায় রয়েছে।