তিব্বত জাদুঘর পুনর্গঠনের কাজ শুরু

২৮ অক্টোবর শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তিব্বত জাদুঘরের পুনর্গঠন কাজ।

এ পুনর্গঠন কাজের জন্য ৬৬ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে চীনের কেন্দ্রীয় সরকার।

২০২০ সালের শুরুর দিকে পুনর্গঠন কাজের মূল অংশ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

পুনর্গঠন শেষ হলে এটি বহুমুখী বৈশিষ্ট্যসম্পন্ন ও আধুনিক ব্যবস্থাসমৃদ্ধ জাদুঘরে পরিণত হবে।

জাদুঘরের মূল ভিত্তির উপরই সংস্কারকাজ চলবে। প্রকল্পের আয়তন ৬৫ হাজার বর্গমিটার।

প্রদর্শনী হলের আয়তন ২৯ হাজার বর্গমিটার ও পুরাকীর্তি হলের আয়তন ১০ হাজার বর্গমিটার।

৫ লাখ ২০ হাজারেরও বেশি ঐতিহাসিক পুরাকীর্তি সম্বলিত জাদুঘরটি ১৯৯৯ সালে খুলে দেওয়া হয়।

আজকের বাজার : এমএম / ২৯ অক্টোবর ২০১৭