ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চতুর্থদশ আসরের ষষ্ঠ ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ম্যাচে আউট হয়ে ফেরার সময় অভব্য আচরণ করেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি।
সীমানা দড়ির বাইরে রাখা, ফাঁকা চেয়ারে ব্যাট দিয়ে আঘাত করে আইপিএল-এর নিয়ম লঙ্ঘন করেছেন কোহলি। আইপিএল-এর আচরণবিধির লেভেল-১ ধারায় তিরস্কৃত করা হয় তাকে।
আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘কোহলি লেভেল-১ ধারায় অভিযুক্ত হয়েছেন। এই ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।’
কোহলির তিরস্কৃত হওয়া ম্যাচে তার দল ব্যাঙ্গালুরু ৬ রানে ম্যাচ জিতে। ব্যাট হাতে ২৯ বলে ৪টি চারে ৩৩ রান করেন কোহলি। পরবর্তীতে অধিনায়ক হিসেবে দারুণ করেছেন তিনি। এতে নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয় ব্যাঙ্গালুরু।