ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তিশা এখন মনোযোগী চলচ্চিত্রের দিকে। চলচ্চিত্রের ব্যস্ততার কারণেই ছোট পর্দায় তার নিয়মিত উপস্থিতি নেই বললেই চলে! এদিকে আজ ১২ই মার্চ সোমবার থেকে তিশা শুরু করছেন তৌকীর আহমেদ পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ফাগুন হাওয়া’ ছবিটি।
ছবিতে তিশার বিপরীতে অভিনয় করবেন সিয়াম আহমেদ। টিটো রহমানের ‘বউ কথা কও’ ছোট গল্পের অনুপ্রেরণায় নির্মিত হচ্ছে ছবিটি। প্রান্তিকে ভাষা আন্দোলনের অভিঘাত কীভাবে ছড়িয়ে পড়ে তারই বিবরণ ফুটে উঠেছে গল্পে।
এর আগে তৌকীর আহমেদের ‘হালদা’ ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছেন এই অভিনেত্রী। সিয়াম-তিশা ছাড়াও ছবিতে আরো অভিনয় করবেন আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান, ফারুক আহমেদ, সাজু খাদেম ও শাহাদাত হোসেন প্রমুখ।
জানা গেছে, ‘ফাগুন হাওয়া’ ছাড়াও তিশার হাতে রয়েছে অরিন্দম শীলের ‘বালিঘর’ ছবিটি। এই ছবিতে তাকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভর সঙ্গে। আগামী ২০শে মার্চ থেকে ১৭ই এপ্রিল পর্যন্ত এ ছবির টানা কাজ চলবে। চট্টগ্রাম, ঢাকা এবং এরপর কলকাতায় এ ছবির কাজ হবে।
আজকেরবাজার/এস